চলে গেলেন শক্তি ঠাকুর, গায়ক-অভিনেতার মৃত্যুতে শোক শিল্পী মহলে
মেহুলি জানান বাবার মৃত্যুর খবর
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![চলে গেলেন শক্তি ঠাকুর, গায়ক-অভিনেতার মৃত্যুতে শোক শিল্পী মহলে চলে গেলেন শক্তি ঠাকুর, গায়ক-অভিনেতার মৃত্যুতে শোক শিল্পী মহলে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/05/278748-thakur-shakti.jpg)
নিজস্ব প্রতিবেদন: চলে গেলেন অভিনেতা শক্তি ঠাকুর। রবিবার মাঝ রাতে বাবার মৃত্যুর খবর জানান শক্তি-কন্যা মেহুলি। সেখানে তিনি জানান, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে গায়ক, অভিনেতা শক্তি ঠাকুরের।
শক্তি ঠাকুরের মৃত্যুর খব জানার পর থেকেই মানুষ সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি একজন শিল্পী চলে গেলেন বলেও শোক প্রকাশ করতে শুরু করেন মানুষ।
দেখুন মেহুলির পোস্ট...
বাবার মৃত্যুর পর কষ্ট চেপে রাখতে পারেননি মেহুলি ঠাকুর। সেই কারণে বাবার মৃত্যুর খবর জানানোর পর আরও একটি পোস্ট করেন তিনি। যেখানে বাবা কেন চলে গেলেন এত তাড়াহুড়ো করে, তা নিয়ে কান্না চেপে রাখতে পারেননি মেহুলি। এসবের পাশাপাশি তিনি নিজেকে বাবার কার্বন কপি বলেও প্রকাশ করেন। মেহুলির পোস্ট দেখে তাঁকে শক্ত থাকার পরামর্শ দেন শক্তি-অনুরাগীরা।