প্রয়াত অভিনেতা Indrajit Deb
ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=qJAr6qVx)
![প্রয়াত অভিনেতা Indrajit Deb প্রয়াত অভিনেতা Indrajit Deb](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/30/303989-609780-78460-8.jpg)
নিজস্ব প্রতিবেদন : টলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব। শনিবার ভোররাতে গোলপার্কে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
অভিনেতার পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা। তিনি COPD-র রোগী ছিলেন। বছরখানেক আগেই ক্যানসারে স্ত্রীকে হারান অভিনেতা। তিনি নিঃসন্তান ছিলেন। সেকারণে স্ত্রীর মৃত্যুর পর ভাইয়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন অভিনেতা ইন্দ্রজিৎ দেব।
বাংলা ধারাবাহিক 'তেরো পার্বণ'-এ 'গোরা'র দাদার চরিত্রে নজর কাড়েন ইন্দ্রজিৎ দেব। শুধু 'তেরো পার্বণ'এ নয় 'উৎসবের রাত্রি' সহ বহু ধারাবাহিকে অভিনয় করেন অভিনেতা। 'প্রেমী', 'মোহিনী' 'কতো ভালোবাসা' 'মোহিনী', 'সুজন সখী' সহ একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন অভিনেতা ইন্দ্রিজিৎ দেব। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সুদীপ্তা চক্রবর্তী সহ আরও টলিউডের বহু কলাকুশলী।