Shah Rukh Khan: গভীর রাতে দেওয়াল টপকে শাহরুখ খানের বাড়িতে ২ ব্যক্তি, তদন্ত শুরু পুলিসের
মুম্বই পুলিস বৃহস্পতিবার বলিউড অভিনেতা শাহরুখ খানের বাংলো মান্নাতের দেয়াল দিয়ে টপকে প্রবেশের অভিযোগে দুই যুবককে আটক করেছে। একজন পুলিশ কর্মকর্তা জানান, ১৯-২০ বছর বয়সী এই দুই যুবক মান্নাতে প্রবেশের সময় সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে।
![Shah Rukh Khan: গভীর রাতে দেওয়াল টপকে শাহরুখ খানের বাড়িতে ২ ব্যক্তি, তদন্ত শুরু পুলিসের Shah Rukh Khan: গভীর রাতে দেওয়াল টপকে শাহরুখ খানের বাড়িতে ২ ব্যক্তি, তদন্ত শুরু পুলিসের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/03/408998-mannat.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড অভিনেতা শাহরুখ খানের বাড়িতে গভীর রাতে ঢোকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। জানা গিয়েছে, রাত সাড়ে ৯টা নাগাদ শাহরুখ খানের বাড়িতে ওই দুইজন প্রবেশ করেন। দুজনেই দেয়াল দিয়ে লাফিয়ে শাহরুখ খানের বাড়িতে প্রবেশ করেন। পুলিস দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। দুজনেই শাহরুখের ভক্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে। পুলিস তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কেন তারা শাহরুখ খানের বাড়িতে ঢুকেছিলেন? তবে দুই যুবকই শাহরুখ খানের ভক্ত বলে মনে করা হচ্ছে এবং প্রাথমিক তথ্য খতিয়ে দেখছে পুলিস।
শাহরুখ খানের বাংলোয় দুই অপরিচিত লোক ঢুকেছে
মুম্বই পুলিস বৃহস্পতিবার বলিউড অভিনেতা শাহরুখ খানের বাংলো মান্নাতের দেয়াল দিয়ে টপকে প্রবেশের অভিযোগে দুই যুবককে আটক করেছে। একজন পুলিশ কর্মকর্তা জানান, ১৯-২০ বছর বয়সী এই দুই যুবক মান্নাতে প্রবেশের সময় সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে।
আরও পড়ুন: Arijit Singh Siliguri Concert: কলকাতার পর এবার শিলিগুড়িতে অরিজিতের কনসার্ট, বদলে গেল শোয়ের তারিখ...
বাংলোয় ঢোকার উদ্দেশ্য কী?
জিজ্ঞাসাবাদে দুই যুবকই পুলিসকে জানিয়েছে যে তারা গুজরাটের বাসিন্দা। শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাঁরা। পুলিস অফিসারের মতে, মান্নাতে অনুমতি ছাড়া প্রবেশ সহ আইপিসির অন্যান্য ধারায় মামলা নথিভুক্ত করে আরও তদন্ত করা হচ্ছে।
বক্স অফিস মাতাচ্ছে 'পাঠান'
কাজের ফ্রন্ট সম্পর্কে কথা বলতে গেলে, শাহরুখ খানের সাম্প্রতিক ছবি পাঠান বক্স অফিসে আলোড়ন তৈরি করেছে। পাঠান ছবিটি দেশ ও বিশ্বে ১ হাজার কোটির বেশি ব্যবসা করেছে। অ্যাকশনে ভরপুর এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি রয়েছেন অভিনেতা জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন।