Last Updated: June 10, 2013 18:35
কোচ: ডানকান ফ্লেচার, অধিনায়ক-মহেন্দ্র সিং ধোনি
বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ হিসাবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসেছে ভারত। সঙ্গে নিয়ে এসেছে আইপিএল বিতর্ক। এমনিতে ওয়ানডে ক্রিকেটের বর্ষসেরা দেশ হিসাবে নামছে মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু ফর্মের কথা বললে দারুণ একটা জায়গায় নেই তাঁরা।
এক নজরে দেখে নেওয়া যাক ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির টিম ইন্ডিয়ার নানা দিক--
কবে কার বিরুদ্ধে খেলা-- ৬ জুন - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কার্ডিফে, ১১ জুন- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওভালে, ১৫ জুন- পাকিস্তানের বিরুদ্ধে এজবাস্টনে।
শক্তি-- বিরাট কোহলির ব্যাটিং ফর্ম, ব্যাটসম্যান প্লাস অধিনায়ক ধোনি, ফিনিশার রায়নার ফর্ম
দুর্বলতা- অনভিজ্ঞ বোলিং, খারাপ ফিল্ডিং, আইপিএল বিতর্ক, ওপেনারদের অনভিজ্ঞতার অভাব, সিমিং পিচে ব্যাটিং টেকনিক আর অতীত ফর্ম।
তুরুপের তাস-রায়নার ব্যাটিং, ধোনির ফিনিসিং, অলরাউন্ডার জাদেজা।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইঃ)।। জন্ম-৭ জুলাই ১৯৮১ (বয়স ৩১) ।। ওয়ানডে ম্যাচ-২১৯টি
শিখর ধাওয়ান (বাঁ হাতি ওপেনার)।। জন্ম-৫ ডিসেম্বর ১৯৮৫ (বয়স ২৭)।। ওয়ানডে ম্যাচ- ৫টি
মুরলি বিজয় (ডান হাতি ওপেনার)।। জন্ম-১ এপ্রিল, ১৯৮৪ ডিসেম্বর ১৯৮৫ (বয়স ২৭)।। ওয়ানডে ম্যাচ- ৫টি
রোহিত শর্মা (ডান হাতি ব্যাটসম্যান)।। জন্ম-৩০ এপ্রিল ১৯৮৭ (বয়স ২৬)।। ওয়ানডে ম্যাচ- ৫টি
দীনেশ কার্তিক (উইঃ ও ডান হাতি ব্যাটসম্যান)।। জন্ম-১ জুন ১৯৮৫ (বয়স ২৮)।। ওয়ানডে ম্যাচ- ৫২টি
বিরাট কোহলি (ডান হাতি ব্যাটসম্যান)।। জন্ম-৫ নভেম্বর ১৯৮৮ (বয়স ২৪)।। ওয়ানডে ম্যাচ- ৯৮টি
সুরেশ রায়না (বাঁ হাতি ব্যাটসম্যান, ডানহাতি অফ ব্রেক )।। জন্ম-২৭ নভেম্বর ১৯৮৬ (বয়স ২৬) ।। ওয়ানডে ম্যাচ- ১৬০ টি
রবীন্দ্র জাদেজা (বাঁ হাতি ব্যাটসম্যান, স্লো লেফট আর্ম অর্থোডক্স )।। জন্ম-৬ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ২৪) ।। ওয়ানডে ম্যাচ- ৬৫টি
ভুবনেশ্বর কুমার (ডানহাতি মিডিয়াম পেসার)।। জন্ম-৫ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ২৩)।। ওয়ানডে ম্যাচ- ৮টি
বিনয় কুমার (ডানহাতি মিডিয়াম পেসার)।। জন্ম-১২ ফেব্রুয়ারি ১৯৮৪ (বয়স ২৯)।। ওয়ানডে ম্যাচ- ২২টি
উমেশ যাদব (ডানহাতি মিডিয়াম পেসার)।। জন্ম-২৫ অক্টোবর ১৯৮৭ (বয়স ২৫) ।। ওয়ানডে ম্যাচ- ১৭টি
ইরফান পাঠান (বাঁহাতি ব্যাটসম্যান, বাঁহাতি ফাস্ট-মিডিয়াম)।। জন্ম-২৭ অক্টোবর ১৯৮৪ (বয়স ২৮) ।। ওয়ানডে ম্যাচ- ১২০টি
অমিত মিশ্র (ডানহাতি লেগ ব্রেক)।। জন্ম-২৪ নভেম্বর ১৯৮২ (বয়স ৩০) ।। ওয়ানডে ম্যাচ- ১৫ টি
First Published: Monday, June 10, 2013, 18:35