Last Updated: June 12, 2013 11:49
একেবারে স্বপ্নের ফর্ম বলা চলে। এত বড় একটা আইসিসির প্রতিযোগিতায় বিদেশের মাটিতে পরপর দু ম্যাচে শতরান করছেন এমন ভারতীয় ব্যাটসম্যান খুব কম আছেন। যেমন কভার ড্রাইভ, ততটাই ভাল খেলেন স্ট্রেট ড্রাইভ, পুল-হুকটাও করেন বেশ ভাল। তার চেয়েও বড় কথা কোনও বোলারকে ভয় পান না। তিনি ভারতীয় ক্রিকেটের নতুন `যুবরাজ` শিখর ধাওয়ান। কিন্তু প্রশ্ন হল শিখরকে কি সুযোগ দিতে দেরী হয়ে গেল। সেওয়াগ-গম্ভীরদের সুযোগ দিতে গিয়ে কি শিখরের প্রতিভা এই এতগুলো বছর নষ্ট হল।
নীচে লিখুন আপনার মতামত
First Published: Wednesday, June 12, 2013, 12:48