Last Updated: June 6, 2013 17:20
হৈ হৈ করে শুরু হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম দিনেই মাঠে নামল ভারত। ফিক্সিং বিতর্কে ধোনিরা এখন কোণঠাসা। তার মধ্যেই চলছে এত বড় একটা প্রতিযোগিতা। কথায় বলে খারাপ দিনেই বন্ধু চেনা যায়, ঠিক তেমনই খারাপ সময়ই আসল সমর্থক চেনা যায়। ভারতকে সমর্থন করতে নীচে আপনার সমর্থন দেখান। ভারতীয় ক্রিকেটে এখন সমর্থক বড় বেশি দরকার।
First Published: Thursday, June 06, 2013, 17:20